কি বলবো কিভাবে বলবো কিছুই বুঝতেছি না।
আমি খুবই লজ্জিত।
আমার নাম: আফিয়া খাতুন।
আমার বাবা মা দুজনেই না ফেরার দেশে চলে গেছে অনেক আগেই।আমি বাবা মার একমাত্র মেয়ে ।
অসুস্থ স্বামী আর দুটি সন্তান ছাড়া কেউ নাই আমার।
স্বামীর নাম :জসিম উদ্দিন(অসুস্থ রোগী)
জাপান টোবাকো কোম্পানীতে জব করতো ঢাকাতে, সেই সূত্রে আমরাও থাকতাম ঢাকাতে।কিন্তু আজ ৮ মাস ধরে অসুস্থ ।ঢাকাতে আত্নীয়-স্বজন তেমন কেউ না থাকায় ,গ্রামের বাসায় আনছি।ঢাকা ক্যান্সার জেনারেল হাসপাতালে ভর্তি ছিলো ৩ মাস। কিন্তু করোনার জন্য বাসায় থেকে ট্রিটমেন্ট হচ্ছে । মানবিক সাহায্যের জন্য আকুল অনুরোধ।
অপারেশনের সময় আবার হাসপাতালে নিতে হবে।
ফরিদপুর মধুখালী আমাদের বাসা।
মধুখালী পাইলট স্কুল এবং কাওমী মাদরাসার পাশে আমাদের বাসা।
আমার দুই ছেলে।বড় ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না।ছোট ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী। চোখে দেখে না। তাদের সেবা চিকিৎসা নিয়ে স্বামী স্ত্রীর ছোট সংসার।দুই ছেলের চিকিৎসার জন্য আমরা ঋণ এ জর্জরিত। তবে থেমে থাকিনি, চিকিৎসা চলমান। ভারত, ঢাকা অনেক জায়গায় চিকিৎসা করাতে নিয়ে গেছি।
অসুস্থ বাচ্চা দুটিকে নিয়ে এত কিছুর মধ্যেও আমার জীবনে আরেক বিপদ এসেছে যেটা আমি আর মেনে নিতে পারছিনা। আমার সাধ্যের বাইরে চলে গেছে।
আমার স্বামীর কিডনীর পাশে একটা টিউমার ধরা পড়েছে যা ক্যান্সারে রুপ নিতে চলেছে। তাই দ্রুত অপারেশন দরকার।
Prof. Dr Ahmed Sayed এ-র তত্বাবধানে ।
আমাদের জায়গা সম্পত্তি যা ছিল সবই সন্তানদের জন্য বেচা বিক্রি ও ঋণ নেয়া শেষ।আর কিছু নাই যেটা বিক্রি করে আমার স্বামীর চিকিৎসার টাকা যোগাড় করব।
এই অবস্থায় আপনাদের সাহায্য ছাড়া আমার আর কোন উপায় নেই।আপনারা সবাই এগিয়ে আসলে আমার স্বামীকে ইনশাআল্লাহ বাঁচাতে পারবো।
ডা: বলেছেন ১ মাসের মধ্যে অপারেশন করাতে হবে।
না হলে কিডনির পাশের টিউমারটি ভয়াবহ ক্যান্সারে রূপ নিবে।
১০ লক্ষ টাকা প্রয়োজন।
এত টাকা আমার একার পক্ষে জোগাড় করা কখনোই সম্ভব না।
তাই আপনাদের সবার সাহায্য কামনা করতেছি।
স্বামী ছাড়া সন্তান দুটি নিয়ে আমি মারাত্মক অসহায়।
তাই হাত জোর করে আমাদের আত্মীয়-স্বজন এবং পরিচিত-অপরিচিত সবার কাছে অনুরোধ করছি । দয়া করুন । আমার স্বন্তান দুটির মুখের দিকে চেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ।
যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ।
সাহায্য করার সামর্থ্য না থাকুক দয়া করে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন।
আপনার একটি শেয়ারে হয়তো পোস্টটি কোনো এক হৃদয়বান ব্যক্তির নিকট পৌঁছাবে।
রোগীর ব্যক্তিগত
বিকাশ নাম্বার:01794143843
(পারসোনাল)
রকেট নাম্বার:01794143843(পারসোনাল)
নগদ নাম্বার: 01794143843(পারসোনাল)
মানবতার জয় হোক ।
Leave a Reply