ব্যথিতের বেদন বুঝিবে সে কিসে-
কভু আশীবিষে দংশেনি যারে!
পাঠক! আপনার আশে পাশে অনেক প্রতিবেশীর মাঝে হয়ত এমন কেউ আছে, তারা ঠিকমত খেতে পারছেনা।
মানবেতর জীবন যাপন করছে। হয়তবা কেউ অর্থাভাবে ডাক্তার দেখাতে পারছেনা, অথবা ঠিকমত ঔষুধ না খেতে পারায়, অকালে মারা যাচ্ছে। বেচেঁ থাকলে হয়ত আপনার আমার কোনো কাজে আসতো। হয়তবা, এমন কোনো মেধাবী গোপনেই রয়ে গেছে, যে কিনা একটু পৃষ্ঠপোষকতা পেলে, অনেক বড় কিছু হতে পারতো। পৃষ্ঠপোষকতার অভাবে অগোছরেই রয়ে গেল। আবার কেউ উপযুক্ত দানগ্রহিতা না পেয়ে, যাকে তাকে দান করে নিজের দায় সেরেছে।
অথচ, আমরা যদি একটু দায়ীত্ব নেই, তাদের খোঁজ নিই এবং সবার সামনে তাদের সমস্যা তুলে ধরি। আর সকলেই সামান্য করে সহযোগীতার হাত বাড়াই, তাহলে হয়ত অনেক পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো।
আমরা আপনাদের সহযোগীতা নিয়ে একটি গণমাধ্যম চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছি, যার মাধ্যমে লাখো মানুষের সামনে তাদেরকে তুলে ধরবো। তাদের জন্য সাহায্য চাইবো, এবং তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং একাউন্ট সহ যাবতীয় তথ্য তুলে ধরবো।
যেন একজন দাতা সরাসরি গ্রহিতার একাউন্টে টাকা পাঠাতে পারেন, এতে আমরা বা আমাদের কেউ কোনো প্রকার শর্ত বা চার্জ দাবী করবনা।
📌 আপনিও এতে অংশ নিয়ে একজন আলোকিত মানুষ হিসাবে নিজকে গড়ে তুলতে পারবেন।
📍 এর জন্য আপনাকে যা করতে হবে।
1.প্রকৃত অসহায়দের খোজে বের হতে হবে।
2.তাদের ছবি তুলতে হবে।
3.ঐ ব্যাক্তির ইউ পি চেয়ারম্যানের নিকট বিস্তারিত বলতে হবে, এবং উনার কাছ থেকে একটি সত্যায়িত কপি, (চেয়ারম্যান এর সই ও সীলসহ) সংগ্রহ করতে হবে।
4.ঐ ব্যাক্তিকে একটি বিকাশ একাউন্ট খুলে দিতে হবে, যদি না থাকে।
5.তার বিস্তারিত বর্ণনা আমাদের ব্লগ সাইটে (মানবতার ডাক) লিখতে হবে।
যদি আপনার মাধ্যমে ঐ ব্যাক্তির সমস্যার সমাধান হয়ে যায় ! পৃথিবীতে আসা আপনার সার্থক হবে বলে আমরা মনে করি।
আসুন মানবতাকে জাগিয়ে তুলি, দূঃখি মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করি।
তাই আপনিও অংশ নিন মানবতার ডাকে, যার যার অবস্থানে থেকে হাত বাড়িয়ে দিন, যারা আপনার দিকে চেয়ে আছে। আপনার বেঁচে থাকা স্বার্থক করুন।
আল্লাহ হাফেজ
Leave a Reply