ঘটনাটি ঘটেছে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে।
জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি “রাছেল”।
যারা নিয়মিত কান্দিরপার পূবালী চত্বর থেকে ভিক্টোরিয়া কলেজ রুটে চলাচল করেন তাদের প্রত্যেকের নিকটই রাছেল একটি পরিচিত মুখ।
দুই পা এবং একটি হাত না থাকার পরেও সে অন্যদের মত ভিক্ষাবৃত্তিকে বেছে না নিয়ে অটো চালানোর মত একটি ঝুকিপূর্ণ পেশা বেছে নিয়েছে।
এমন প্রতিবন্ধি ছেলেটির জীবন সংগ্রামে যেখানে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা সেখানে আজ ট্রাফিক পুলিশ কতৃক আজ ছেলেটিকে পেটানো হয়েছে এবং তার গাড়ির তার কেটে দেয়া হয়েছে।
যতটুকু জানা গেছে, ট্রাফিকের দায়ীত্বে থাকা কতিপয় কিছু অসাধু পুলিশ সদস্য, প্রত্যেক অটো চালকের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নিয়ে অবৈধ পার্কিংয়ের ব্যাবস্থা করে দেয়।
মানবতার ডাক সর্বদা ই অসহায়দের খোজ নেয়। তাই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
ট্রাফিক পুলিশ টি বেয়াদপ