মানবতার সেবাই এগিয়ে আসুন।
আর্থিক সাহায্যে না করতে পারলে ও পোষ্টটি শেয়ার করুন। আর মাত্র সামান্য কিছু টাকার প্রয়োজন
মোঃ ইয়াছিন, পিতাঃ নুরুল ইসলাম।
গ্রামঃ ভাওরকোট, ডাকঘরঃ জয়াগ বাজার।
উপজেলাঃ সোনাইমুড়ী, জেলাঃ নোয়াখালী।
আজ প্রায় এক বছর যাবৎ এই ছেলেটা হাঁড় ক্যান্সারে আক্রান্ত। আগে তার হাত টা স্বাভাবিক থাকলেও বর্তমানে অস্বাভাবিক ভাবে খুব ভয়ংকর আকার ধারন করেছে। যার ছবি নিচে দেয়া আছে।
ইয়াছিন এখন সে মৃত্যুর সাথে লড়ছে। এখন আর আগের মত তার চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। তাই আমরা তাকে কথা দিয়েছি পাশে থাকবো।
গত এক বছর ধরে কোমাথেরাপি আর চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের আর্থিক অবস্থা অচল হয়ে পড়েছে। আজ তিন মাস ধরে তার চিকিৎসা বন্ধ আছে। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তার হাত কেটে ফেলে দিলে হয়ত বাঁচার সম্ভাবনা রয়েছে। আর এই জন্য প্রায় ৩ – ৪ লক্ষ টাকা প্রয়োজন।
তাই আজ আপনাদের নিকট আসা।
আপনারা/ আমরা চাইলেই কিন্তুু তার জীবনের গল্পটা বদলে দিতে পারি।
বিভিন্ন জায়গাতে আমাদের ক্যাম্পেইন চলছে।আর আপনি চাইলে মাইল মাইল দূর থেকে মাত্র ১০০ বা ১৫০ টাকা দিয়ে আমাদের সাথে হয়ে উঠুন এই গল্পের একটা মানুষ।
কিছু টাকা দিয়ে এই গল্পের মানুষ হওয়া বড় কথা না, বড় কথা হল একদিন আমিও বলতে পারবো এই বদলে ফেলার গল্পে আমিও একজন ছিলাম।
সাহায্য পাঠাতে চাইলে আগে একটু কথা বলে নিবেন। কারন অনেক সময় পারসোনাল একাউন্টের লিমিট না থাকায় সাহায্য পৌছানো সম্ভব হয়না। তাই কথা বলে নিলে, পাশের কোনো এজেন্ট নাম্বার জানিয়ে দেয়া যাবে।
নিচে যোগাযোগ ও পারসোনাল বিকাশ নাম্বার দেয়া হলো।
বিকাশ : ০১৭২৮১০৬১০০ (পারসোনাল)
নগদ : ০১৭২৮১০৬১০০(পারসোনাল)
Leave a Reply