চাষা জহির (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলাস্থ চাপড়বাড়ি গ্রামের চাপড়বাড়ি দাখিল মাদরাসা প্রাঙ্গনে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ভালুকা শাখার উদ্যোগে এবং ভালুকা রিপোর্টার্স ক্লাব ও আগামীর স্বপ্নের সহযোগিতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো: মাঈন উদ্দিন।ভালুকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি খলিলুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া চাঁন।এ সময় বিশেষ অতিথি হিসেবে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ শামসুর রহমান,ভালুকা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শফিকুল ইসলাম শফিক,সংরক্ষিত ইউপি মহিলা সদস্য আরিফা আক্তার একদানা,চাপড়বাড়ি মাদরাসার সুপার মোবাশ্শারুল ইসলাম সবুজ ও হিউম্যান রাইটসের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আমিনুল ইসলাম নীরব উপস্খিত ছিলেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ভালুকা শাখার সভাপতি প্রভাষক আ.ফ.ম আফজাল হাসানের এবং ভালুকা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক গীতিকার চাষা জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভালুকা উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আবু নোমান,ভালুকা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রুকুনুজ্জামান তরফদার বুলবুল,ভালুকা ক্রীড়া শিক্ষা একাডেমীর পরিচালক কায়সার আহমেদ, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক বাদশা খান,সাংবাদিক আবু সাঈদ এমদাদুল্লাহ,সাংবাদিক নজিবুল হোসেন নেভী,ভালুকা পৌর যুবলীগ নেতা নয়ন,ছাত্রলীগনেতা আল মুনাদি সহ সাংবাদিক,মানবাধিকারকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মাদক সহ যাবতীয় সামাজিক অবক্ষয়ের কারণ,উৎস্য ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন এবং পুলিশ প্রশাসন অবক্ষয় দমন ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে এলাকাবাসী মাদক সহ নানাবিধ অবক্ষয় প্রতিরোধে পুলিশ প্রশাসন সহ সকলের ভুমিকা প্রত্যাশা করেন।অনুষ্ঠানটিকে ঘিরে চাপড়বাড়ির সচেতন সুশীল সমাজ ও যুবক-তরুণদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়।
Leave a Reply